মাইক্রোসফট উইন্ডোজের সার্চ অপশনটি কে আপনি সাধারণ অবয়ব বা ক্লাসিক লুক দিতে পারেন। এর ফলে সার্চ অপশন গুলি জটিল না এসে সাধারণ একটি সার্চ স্ক্রিন আসে। এটি দেখতে উইন্ডোজ-২০০০ এর মতো। এটি করার জন্য আপনাকে রেজিস্ট্রি এডিটরে ঢুকতে হবে। এজন্য Run এ গিয়ে টাইপ করুন regedit. এরপর HKEY_CURRENT_USER>Software>Microsoft>Windows>Current Version>Explorer>CabinetState এ যান। এখানে একটি নতুন স্ট্রিং ভ্যালু দিতে হবে। এর নাম দিন “Use Search Asst”। এর Value Data দিন no। তারপর দেখুন নতুন সার্চ স্ক্রিন…