নতুন একটি চ্যাট ক্লায়েন্ট খুঁজে পেলাম, নাম ডিগসবাই।
এটি দিয়ে মেসেঞ্জার (yahoo messenger, AIM, MSN, Google talk, jabber, icq), ইমেইল (gmail, yahoo, hotmail, AOL ও pop-imap), সামাজিক সাইট (facebook, myspace ও twitter) এর একাউন্ট যুক্ত করা যায়। নতুন কোন মেইল আসলে, নতুন কেউ সাইন-ইন বা সাইন-অফ করলে এটি জানিয়ে দেয়, আবার একই সময়ে সব কটি একাউন্টে চ্যাট করা যায়।
এর ফলে একটি সফটওয়ার দিয়েই আমরা আমাদের সব কটি একাউন্টের খোঁজ খবর রাখতে পারব ও সবার সাথে চ্যাট করতে পারব। এখানে শুধু কথা বলার সুবিধা ছাড়া সব আছে। যদিও পিজিন দিয়েই এসব করা যায়, তবে এটিতে বাড়তি কয়েকটা এ্যাকাউন্ট রয়েছে, এটাই সুবিধা
ঠিকানাঃ www.digsby.com
Nice site with nice topic.
Thanks brother 🙂
vai valo ekta jinish disen kaz e lagbey. thnx.
Jara Online e World cup dektey chan tader jonno
http://www.amartv.net