বাংলা আমাদের মাতৃভাষা। এই ভাষার জন্যে আমরা যুদ্ধ করেছি। কিন্তু বাঙালী হলেও আমরা অধিকাংশ লোকই জানিনা আজকে বাংলা কত তারিখ। তাই আজকে জনপ্রিয় ফোরাম ইঞ্জিন পানবিবি’র জন্যে একটা এক্সটেনশন বানালাম। এই এক্সটেনশন আপাতত ব্যবহার করা হচ্ছে একটি অত্যন্ত জনপ্রিয় বাংলা ফোরাম প্রজন্মতে। ডিফল্টভাবে এটি ফোরামের Description এর সোজা ডানদিকে প্রদর্শিত হয়। নিচের স্ক্রিনশট দেখুন
এটি প্রতিদিনের বাংলা তারিখ ফোরামের header এ দেখায়। সামনে পহেলা বৈশাখ আসছে, সে উপলক্ষ্যে এটি রিলিজ দেয়া হল। আসলে এই এক্সটেনশনের আইডিয়াটি ছিল রাজু ভাইয়ের। তিনি আমাকে বলাতে আমি এই এক্সটেনশনটি বানিয়েছি। ধন্যবাদ রাজু ভাইকে।
আপডেট(২৯ এপ্রিল): আজ এর নতুন ভার্সন ১.২ রিলিজ দিলাম। আগের ভার্সনে কিছু বাগ ছিল। যেমনঃ ঐটার সাল নিয়ে একটু ঝামেলা হচ্ছিল। ঠিক মত আপডেট হচ্ছিল না। তাই এর নতুন ভার্সনে এটা ঠিক করে দেয়া হয়েছে।
আরেকটা নতুন ফিচার যুক্ত করা হয়েছে। যেহেতু বাংলা তারিখ গণনা করা হয় সূর্যোদয় থেকে, তাই নতুন ভার্সনে সকাল ৬ টা থেকে তারিখ পরিবর্তিত হবে। অর্থাৎ রাত ১২ টার পরিবর্তে সকাল ৬ টা থেকে তারিখ পরিবর্তিত হবে।
[download id=”4″ format=”1″]
how can i download this plugin ?
Sorry, the link was broken. It’s fixed now. Enjoy!
all download link in PunBB category goes to 404 not found page!
how can i download your nice extensions?
Thanks for reporting. Problem was occurring after moving to another host. It’s updated now 🙂
Thanks for your effort