আপনারা জানেন, পানবিবির জন্যে আমি বাংলা তারিখের একটা এক্সটেনশন বানিয়েছি। তারপর চিন্তা করলাম যে কোন সাইটে লাগানোর ব্যবস্থা করলে মন্দ হয় না। তাই, সব ওয়েব সাইটে যাতে বাংলা তারিখ দেখানো যায় সেই জন্যে আজ একটা জাভাস্ক্রিপ্ট উইজেট বানালাম। শুধু যেকোন পাতায় নিচের কোডটুকু পেস্ট করে দিন। ব্যস, আপনার সাইটে বাংলা তারিখ দেখুন।
[sourcecode language=”html”]
<script type="text/javascript" src="http://tareq.wedevs.com/bangla_date_widget.php">
</script>[/sourcecode]
উদাহরণঃ
ভাই আজ ২০ আশ্বিন ১৪১৬ বাংলা না লিখে আজ ২০ আশ্বিন ১৪১৬ বাঙ্গাব্দ লিখলে ভালো হয় না।
কি বলেন
আমিও মাঝে মনে করেছিলাম পরিবর্তন করে দিব, কিন্তু সেই সময়টা আর হয়ে উঠেনি। যাক আজকে করে দিলাম। ধন্যবাদ
তারেক ধন্যবাদ তোমাকে পানবিবির জন্যে বাংলা তারিখের দেখানো এক্সটেনশনটি বানাবার জন্য। সত্যই চমৎকার কাজ করেছো। আচ্ছা বাংলা তারিখের জন্য একটা জুমলা মডিউল তৈরি করলে কেমন হয়…
বেশী সমস্যা হবার কথা নয়….. নিচের sql ডাম্পিং ডাটা টেবিলটি ব্যবহার করেও জুমলায় বাংলা তারিখ দেখানো যাবে। এর জন্য জুমলা সাইটের ডাটাবেজে এই sql ডাম্পিং ডাটা টেবিলটি ইমপুট করতে হবে এর পর জুমলা অ্যাডমিনস্ট্রেটর সাইটে লগইন করে মডিউল নির্বাচন করে “বাংলা” লিখে সার্চ করলে “বাংলা তারিখ” নামক একটি কাষ্টম মডিউল আসবে। এর পর বাংলা তারিখ সাইটের কোথায় দেখাবে সেটি নির্বাচন করলেই জুমলা সাইটে তোমার বাংলা তারিখ দেখানোর জাভাস্ক্রিপ্ট উইডগেটি কাজ করবে।
[code]–
— Dumping data for table `jos_modules`
—
INSERT INTO `jos_modules` (`id`, `title`, `content`, `ordering`, `position`, `checked_out`, `checked_out_time`, `published`, `module`,
`numnews`, `access`, `showtitle`, `params`, `iscore`, `client_id`, `control`) VALUES
(1952, ‘বাংলা তারিখ’, ‘<p>\r\n<script src="http://tareq.wedevs.com/bangla_date_widget.php"
type="text/javascript">\r\n</script>\r\n</p>\r\n<p>\r\n<script src="functions.php" type="text/javascript">\r\n</script>\r\n</p>’, 11, ‘right’, 62,
‘2009-12-07 03:07:04’, 1, ‘mod_custom’, 0, 0, 1, ‘moduleclass_sfx=\n\n’, 0, 0, ”);[/code]
কিন্তু আমি চাইছি তোমার বাংলা তারিখ দেখানো এক্সটেনশনটি দিয়ে একটি জুমলা মডিউল তৈরি কর যাতে মডিউলটি সেটাপ করেই কাজ করতে পারে সাইট অ্যাডমিন।
ধন্যবাদ।
আমার মনে হয় না এর জন্যে আলাদা কোন মডিউল বানানোর দরকার আছে। Custom HTML এর মডিউল দিয়েই তো এই কাজ করা যায়। ঐখানে শুধু ট্যাগ টা পেস্ট করে দিলেই হল।
ডাম্পিং ডাটা টেবিলটি একটু ভালো করে দেখলে বুঝতে পারবে একই জিনিষ [b]কাষ্টম মডিউল [/b] ব্যবহার করা হয়েছে এবং এটা তোমার কাষ্টম [b]এইচটিএমএল মডিউলের[/b]
[code]mod_custom[/code]
ডাম্পিং ডাটা টেবিল।
এই টেবিলটি ব্যবহার করে Custom HTML এর মডিউল দিয়ে করার চাইতে সহজে এবং সল্প সময়ে কাজটি করা সম্ভব হবে। এতে করে জুমলার কোন মডিউলে হাতও দিতে হচ্ছে না। সকলেই চায় সহজে এবং সণ্প সময়ে তার কাজটি শেষ করতে, তার জন্যই আমার পরমর্শ ছিল জুমলা মডিউল তৈরি করে দেওয়া, যার ফলে যে কেউই সহজে তার সাইটে বাংলা তারিখ সংযোজন করতে পারবে।
ধন্যবাদ।
আপনার সাইটে আগেও অনেকবার এসেছিলাম। কিন্তু মন্তব্য করি নাই। কিন্তু আজ এটা আমার অনেক কাজে দিল। তাই মন্তব্য না করে আর থাকতে পারলাম না। আপনার সাইটটা অনেক সুন্দর।
বিশেষ করে উপক্রিত হলাম আপনার এই পোস্টটা পড়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অসখ্য ধন্যবাদ বাংলা তারিখ ব্যাবহারের এই সুযোগ করে দেয়ার জন্য। তবে আমার চাওয়া আরো একটু বেশি: ইংরেজী তারিখ ও সালের সাথে তুলনামূলক ক্যালেন্ডার ভিউ, যাতে যে কেউ তার জন্মতারিখ বা বিশেষ কোন দিবসের ইংরেজী তারিখ দিয়ে বাংলা তারিখ ফিডব্যাক পায়, এমনকি ভবিষ্যতের কোন তারিখেও যাতে সে যেতে পারে।
আর এই কমেন্ট্রি বক্সের কোড কি পেতে পারি আমার সাইটে যোগ করার জন্য।
আপনার এই উইজেটের কোড কি মুক্ত করা যায়?
বাংলা তারিখের জন্যে PHP ক্লাস মুক্তই আছে। তবে কোডটা ভয়াবহ রকমের খারাপ 😉 আবার রিফ্যাক্টর করতে হবে
গিটহাবে দিয়েন তাইলে 🙂
পানবিবির জন্য বাংলা তারিখ এক্সটেনশন বানানোয় ধন্যবাদ। আমি বাংলাবাঁশ ফোরামে ব্যাবহার করতে চাই। কোথা হতে ডাউনলোড করতে হবে?
http://tareq.wedevs.com/2009/04/punbb-132-extension-bangla-date-%E0%A6%AC%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%A6/
উদাহরণঃ আজ ৪ পৌষ ১৪২০ বঙ্গাব্দ@ বদলে যদি উদাহরণঃ আজ ৪ ঠা পৌষ ১৪২০ বঙ্গাব্দ হত তাহলে আরও সুন্দর হত। উদাহরণঃ আজ ১ পৌষ ১৪২০ বঙ্গাব্দ@ বদলে যদি উদাহরণঃ আজ ১লা পৌষ ১৪২০ বঙ্গাব্দ হত তাহলে আরও সুন্দর হত।
ভাই আপনার বানানো কোড টা উম্মুক্ত করে দিলে ভালো হয়।
ইংলিশ calender বাংলা digit এ display korano jay???