Blog

উবুন্টু কিভাবে ইন্সটল করবেন?

উবুন্টু ইন্সটল করতে হলে প্রথমেই আপনার একটি সিডির দরকার হবে। যেটাকে লাইভ সিডি বলা হয় (ইন্সটল না করেও সিডি থেকে সরাসরি অপারেটিং সিস্টেম চালানো যায়)। এটি আপনি ক্যানোনিকাল করপোরেশন থেকে ফ্রি পেতে পারেন। এজন্য আপনাকে শিপইট এর ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে আপনার ঠিকানা দিতে হবে। এক মাসের মধ্যেই আপনি আপনার সিডি পেয়ে যাবেন। এটি ইন্সটল … Continue reading উবুন্টু কিভাবে ইন্সটল করবেন?

উবুন্টুতে ইন্টারনেট কানেকশান কিভাবে দেবেন?

এখানে আপনাদের নোকিয়া ৩১১০ সেট ব্যবহার করে কিভাবে কানেকশন দিবেন, তা দেখানো হবে। আপনি উইন্ডোজে থাকা অবস্থায় Gnome PPP (http://launchpadlibrarian.net/10692409/gnome-pppfixedforgutsy_0.3.24-1_i386.deb )সফটওয়ারটি ডাউনলোড করে নিন। এরপর উবুন্টুতে ঢুকে সফটওয়ার টি ইন্সটল করুন। আপনার সেটটি ইউএসবি কেবল দিয়ে কানেক্ট করুন। এবার উবুন্টুর Applications>>Internet মেনু থেকে Gnome PPP চালু করুন। Setup মেনু থেকে মডেম অংশের Detect বাটনে ক্লিক … Continue reading উবুন্টুতে ইন্টারনেট কানেকশান কিভাবে দেবেন?

উবুন্টুতে অডিও ও ভিডিও গান কিভাবে চালাবেন?

উবুন্টুতে বিল্টইন ভাবে সব অডিও সাপোর্ট নেই। যেই ফরমেট গুলো মুক্ত, সেগুলোই শুধু দেওয়া আছে। আপনি mp3 চালাতে চাইলে কোডেক ডাউনলোড করতে হবে। উবুন্টুর সব সফটয়ার একটি জায়গায় মজুদ করে রাখা আছে। যেটাকে বলা হয় রিপোজারেটরী। সেখান থেকেই এটি ডাউনলোড করে নিতে হবে। যদি আপনার কাছে রিপোজারেটরী সিডি বা ডিভিডি থাকে, তাহলেও হবে। অথবা, গান … Continue reading উবুন্টুতে অডিও ও ভিডিও গান কিভাবে চালাবেন?

কম্পিউটার বুটের সময় উইন্ডোজকে কিভাবে ডিফল্ট করবেন?

এই জন্যে আপনাকে Startup Manager ইন্সটল করতে হবে। System >> Administration >> Synaptic Package Manager এ যান। পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ড দিন। এখানে সার্চ করার জন্য দূরবীনের একটা আইকন আছে। ওখানে ক্লিক করে startup manager লিখে সার্চ দিন। তারপর startup manager এ মার্ক করে ওকে করুন। ফলে এটি ডাউনলোড হয়ে ইন্সটল হয়ে যাবে। এখন এক্সপি কে … Continue reading কম্পিউটার বুটের সময় উইন্ডোজকে কিভাবে ডিফল্ট করবেন?

রিস্টার্ট করলে ডেক্সটপ ওয়ালপেপার নতুন করে সেট করতে হয়?

আপনার ড্রাইভ (NTFS) যদি সঠিকভাবে মাউন্ট না করতে পারে, তাহলে এই সমস্যা হয়। সঠিকভাবে মাউন্ট করতে এইখানেই একটা পোস্ট দেওয়া আছে, খেয়াল করুন। আর আপনি সহজেই অন্যভাবে করতে পারেন। ওয়ালপ্যাপার home/user/pictures তে রাখুন। তারপর change desktop background এ গিয়ে add করুন।

বাসায় ইন্টারনেট কানেকশন নাই এমন ব্যবহারকারীরা কিভাবে গান শুনতে বা অন্যান্য সফটওয়ার পাবে?

এইজন্যে আপনার রিপোজারেটরী সিডি বা ডিভিডি লাগবে। এটি হলে আপনি সহজেই এই কাজ করতে পারবেন। অথবা, যার পিসিতে উবুন্টু ইন্সটল করা আছে এবং মাল্টিমিডিয়া সাপোর্ট আছে সেখান থেকেও নিতে পারেন। এই জন্যে আপনাকে Apton CD ব্যবহার করতে হবে। যার পিসিতে এইসব আছে। সেখানে Apton CD ইন্সটল করুন (http://aptoncd.sourceforge.net/index.html) অথবা রিপো খুঁজে দেখুন। ইন্সটল হয়ে গেলে … Continue reading বাসায় ইন্টারনেট কানেকশন নাই এমন ব্যবহারকারীরা কিভাবে গান শুনতে বা অন্যান্য সফটওয়ার পাবে?

উবুন্টুতে *.cpp ফাইল কিভাবে কম্পাইল করবেন?

Terminal এ লিখুন sudo apt-get install build-essential, এটা রান করলে যাবতীয় কম্পাইলার ইনস্টল হবে। এরপর টার্মিনাল খুলুন এবং ফাইলগুলো যেখানে আছে সেখানে যান। ধরলাম, test.cpp ফাইলটা আপনার হোম ফোল্ডারের Codes/CPP/ নামক ফোল্ডারে রয়েছে, তাহলে নিচের কমান্ডগুলো রান করুন – cd ~/Codes/CPP/ g++ test.cpp ./a.out প্রথম লাইনে আমরা নির্দিষ্ট ফোল্ডারে প্রবেশ করলাম। দ্বিতীয় লাইনে কম্পাইল করলাম, … Continue reading উবুন্টুতে *.cpp ফাইল কিভাবে কম্পাইল করবেন?

নতুন করে উইন্ডোজ এক্সপি ইন্সটল করেছেন, ফলে উবুন্টু হারিয়ে গেছে?

এখানে নতুন করে উইন্ডোজ ইন্সটলের জন্য আপনার গ্রাব (Grub) লোডার হারিয়ে গেছে। এখন নতুন করে গ্রাব ইন্সটল করলেই হয়ে যাবে। এইজন্যে আপনি উবুন্টুর লাইভ সিডি ঢুকিয়ে পিসি বুট করুন। টার্মিনাল খুলে লিখুন sudo update-grub এখন রিস্টার্ট দিন। গ্রাব ঠিক মত থাকলে কাজ শেষ। আর যদি না হয়, তাহলে আবার সিডি থেকে বুট করে লিখুন .. … Continue reading নতুন করে উইন্ডোজ এক্সপি ইন্সটল করেছেন, ফলে উবুন্টু হারিয়ে গেছে?

নোম/কেডিই এনভায়রনমেন্ট কি জিনিস? নোম আর gnome কি একই জিনিস?

ডেস্কটপ এনভায়রনমেন্ট হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। উইন্ডোর চেহারা কেমন হবে। একটা সফটওয়্যার আরেকটা সফটওয়্যারের সাথে কীভাবে যোগাযোগ রাখবে ইত্যাদি নির্ণয় করে এই এনভায়রনমেন্ট। নোম(gnome), কেডিই হচ্ছে এরকম ডিই। এছাড়াও প্রচুর ডিই রয়েছে। আরও বিস্তারিত