Blog

কমান্ড লাইন কি?

command line হচ্ছে টার্মিনাল (উইন্ডোজের ডসের মতো) লেখা কমান্ডগুলো। যেগুলো ব্যবহার করে টাইপ করে অনেকগুলো কাজ একটি কমান্ডের মাধ্যমে করা যায়। কমান্ড লাইন ব্যবহার করে কাজ দ্রুত করা গেলেও কমান্ডগুলো ঠিক ঠিক ভাবে প্রয়োগ না করলে কোন কাজ করবে না। তাই অনেকেই কমান্ড লাইন ব্যবহার করা পছন্দ করেননা (যেমন অনেকেই ডস পছন্দ করেন না)

উবুন্টু ও উইন্ডোজ দুটোই আছে। আবার উইন্ডোজে ফেরত যেতে চাই

এক্সপি সিডি দিয়ে বুট করে R চেপে রিকভারি কনসোলে প্রবেশ করে অপারেটিং সিস্টেম এর সংখ্যা নির্বাচন করুন এবং এ্যাডমিন পাসওয়ার্ড দিন। এরপর যথাক্রমে fixmbr এবং fixboot কমান্ড দুটো প্রয়োগ করে exit লিখে এন্টার চাপুন এবং সিডিটি ড্রাইভ থেকে বের করে নিন।

প্রতিবার পিসি অন করার পর সবগুলা ড্রাইভ মাউন্ট করতে হয়

আপনার ড্রাইভগুলো কি একই হার্ডডিস্কে? এরা কি এনটিএফএস? যদি উত্তর হ্যাঁ হয়। তবে এরকম হওয়ার কথা ছিল না। সবকিছু স্বয়ংক্রিয়ভাবেই হওয়ার কথা ছিল। ntfs-3g, ntfs-config ইনস্টল করুন। এটি ইন্সটল করতে টার্মিনালে লিখুন sudo apt-get install ntfs-config ntfs-3g । এবারে Applications > System Tools > NTFS Configuration Tool চালু করে এনটিএফএস রিড/রাইট অন/অফ করুন। এবারও যদি … Continue reading প্রতিবার পিসি অন করার পর সবগুলা ড্রাইভ মাউন্ট করতে হয়

উবুন্টুর মাই ডকুমেন্ট ফোল্ডার কোনটি?

ডকুমেন্ট, মিউজিক, পিকচার ফোল্ডার পাবেন উবুন্টুর Places মেনুতে, এক্সপ্লোরারে ডকুমেন্টের পাথ হল /home/USERNAME । এর ভেতরেই ইউজারের সর্বময় ক্ষমতা। এর বাইরে অন্য কোথাও ইউজারের অধিকার নেই।

সি ড্রাইভ বা ডি ড্রাইভ এভাবে অন্যান্য ড্রাইভ চিনবো কিভাবে?

আপনি কি উইন্ডোজের পাশাপাশি উবুন্টু ইন্সটল করেছেন নাকি একটা হার্ডডিস্কে আলাদাভাবে ইন্সটল করেছেন? যাহোক ধরে নিচ্ছি উইন্ডোজের পাশাপাশি ইন্সটল করেছেন। উইন্ডোজের সকল ফ্যাট/এনটিএফএস পার্টিশন পাবেন উবুন্টুর /media ফোল্ডারে। এখানে প্রাইমারি হার্ডডিস্কের সর্বপ্রথম পার্টিশনটির নাম হবে sda0… এভাবে পর্যায়ক্রমে sda1/2/3/4 এভাবে পাবেন পার্টিশনগুলো। একাধিক হার্ডডিস্ক থাকলে sdb0/1/2/3 ইত্যাদি নাম হবে।

ফাইল সিস্টেম বলতে একটা ফোল্ডার দেখা যায়। এটা কি কাজে লাগে?

ফাইল সিস্টেম কোন ফোল্ডার নয়। এটি আপনার লিনাক্স ext3 বা ext2 ড্রাইভ যেটিতে উবুন্টু ইন্সটল করা আছে। এতেই উবুন্টুর সকল প্রকার তথ্য জমা থাকে।

উইন্ডোজ নামক ফোল্ডারটিকে আমরা যেমন সমীহ করে চলি। উবুন্টুতে তেমন কোনটিতে কোন পরিবর্তন করা যাবেনা?

উবুন্টুতে আপনি ফাইল সিস্টেমের কোন ফাইলই সাধারণ ইউজার হিসাবে পরিবর্তন করতে বা মুছে ফেলতে পারবেন না। বিশেষ প্রয়োজনে সিস্টেম ফাইল এডিট করতে আপনাকে রুট ইউজার হতে হবে। তবে বিশেষ প্রয়োজন ছাড়া সিস্টেম ফাইল এডিট করার কোনই দরকার নেই। আর উবুন্টুতে উইন্ডোজের মত আলাদা রুট ইউজার লগ-ইন নেই। সাধারণ ইউজারের লগ-ইন সেশনেই টার্মিনাল(Applications>> Accessories>> Terminal) থেকে … Continue reading উইন্ডোজ নামক ফোল্ডারটিকে আমরা যেমন সমীহ করে চলি। উবুন্টুতে তেমন কোনটিতে কোন পরিবর্তন করা যাবেনা?

ফন্ট ফোল্ডার কোনটি? অর্থাৎ কিভাবে নতুন ফন্ট যেমন ইউনিকোড ফন্টগুলো ইনস্টল করব?

উবুন্টুতে ফন্ট ফোল্ডার হচ্ছে fonts:/// এক্সপ্লোরারের (Places > Home folder, আসল নাম নটিলাস) লোকেশন বারে (এখানে উপরে বাম কোণায় একটা পেন্সিলের আইকন দেখছেন। সেটাতে ক্লিক করুন। তাহলেই লোকেশন বার আসবে) fonts:/// লিখে এন্টার চেপে ফন্ট ফোল্ডারে প্রবেশ করতে পারবেন। কোন ফন্ট ইন্সটল করতে চাইলে প্রথমে fonts:/// ফোল্ডারে ফন্টটি কপি করুন। এরপর টার্মিনাল থেকে sudo fc-cache … Continue reading ফন্ট ফোল্ডার কোনটি? অর্থাৎ কিভাবে নতুন ফন্ট যেমন ইউনিকোড ফন্টগুলো ইনস্টল করব?

উবুন্টুতে কিভাবে রুট ইউজার হিসেবে লগইন করবেন?

উবুন্টুতে আপনি ফাইল সিস্টেমের কোন ফাইলই সাধারণ ইউজার হিসাবে পরিবর্তন করতে বা মুছে ফেলতে পারবেন না। বিশেষ প্রয়োজনে সিস্টেম ফাইল এডিট করতে আপনাকে রুট ইউজার হতে হবে। তবে বিশেষ প্রয়োজন ছাড়া সিস্টেম ফাইল এডিট করার কোনই দরকার নেই। আর উবুন্টুতে উইন্ডোজের মত আলাদা রুট ইউজার লগ-ইন নেই। সাধারণ ইউজারের লগ-ইন সেশনেই টার্মিনাল(Applications>> Accessories>> Terminal) থেকে … Continue reading উবুন্টুতে কিভাবে রুট ইউজার হিসেবে লগইন করবেন?

উবুন্টুতে কিভাবে প্রথম আলো পড়বেন?

প্রথম আলো যেহেতু ইউনিকোড ফন্ট ব্যবহার করেনা, সেহেতু সবার কাছে ভালভাবে নাও আসতে পারে। প্রথম আলো মূলত তৈরী করা হয়েছে ইন্টারনেট এক্সপ্লোরারকে লক্ষ্য করে। এটি দেখার জন্য উবুন্টুতেও আপনাকে ies4linux সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে। আর তার জন্য ভিজিট করুন-http://www.psychocats.net/ubuntu/ies4linux । তারপর ফন্ট ইন্সটলের নির্দেশনা অনুসরন করে ফন্ট ইন্সটল করুন। সুত্রঃ সহজ