প্রথম আলো যেহেতু ইউনিকোড ফন্ট ব্যবহার করেনা, সেহেতু সবার কাছে ভালভাবে নাও আসতে পারে। প্রথম আলো মূলত তৈরী করা হয়েছে ইন্টারনেট এক্সপ্লোরারকে লক্ষ্য করে। এটি দেখার জন্য উবুন্টুতেও আপনাকে ies4linux সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে। আর তার জন্য ভিজিট করুন-http://www.psychocats.net/ubuntu/ies4linux । তারপর ফন্ট ইন্সটলের নির্দেশনা অনুসরন করে ফন্ট ইন্সটল করুন।
সুত্রঃ সহজ
বর্তমানে উবুন্টুতে প্রথম আলো পড়ার সবচেয়ে ভালো সমাধান হল অপেরা ব্রাউজার। সিনাপ্টিক থেকেই ইনস্টল করার যাবে সম্ভবত।
ies4linuxটা অনেক আগের ভার্সানে ব্যবহার করেছিলাম … খুব ঝামেলা করেছিল।
ওয়েব ডেভেলপারদের জন্য এটা দরকার। নাহলে অপেরা ব্যবহার করাই ভালো।