এখন আপনি যে ডেস্কটপ দেখছেন, সেখান থেকে ইন্সটল লেখা বাটনে ডাবল ক্লিক করে ইন্সটল এর ধাপ শুরু করুন (মোট ৭ টি ধাপ )।
এখানে উবুন্টুর পার্টিশন তৈরী করতে হবে। উবুন্টুর জন্য দুটি পার্টিশন দরকার (Ext3, Swap)। এখানে আপনার ফাঁকা করা হার্ডডিস্ক স্পেস দেখতে পাচ্ছেন (৫ গিগা) । সেটি সিলেক্ট করে ৪ গিগার একটা Ext3 পার্টিশন তৈরী করুন। মাউন্ট পয়েন্ট হিসেবে “/” দিন (স্ল্যাশ)। আর একটি পার্টিশন তৈরী করতে হবে, যার নাম Swap। বাঁকি অংশটুকু Swap স্পেসের জন্য নির্বাচন করুন। এরপর সামনে যান।