এটি উইন্ডোজ এক্সপি’র ব্রাউজিং-এ গতি আনার জন্য একটি দারুন টিপস্। এটি আসলে একটি বাগ, যা উইন্ডোজ ২০০০ এ ছিল। এর কাজ হল Scheduled Task এর Shared File স্ক্যান করা। আপনি যখন একটি Shared Network এ কোন ফাইল দেখেন, তখন এটি ঐ কম্পিউটারের কোন Scheduled Task আছে কি না চেক করে। এই জন্য ৩০ সেকেন্ড দেরী হয়। তাই নিচের কাজটি করলে এটি আর Shared File চেক করে না। ফলে ইন্টারনেটের স্পিড কিছু হলেও বাড়ে। এজন্য Registry Editor খুলে HKEY_LOCAL_MACHINE> Software> Microsoft> Windows> Current Version>Explorer>RemoteComputer> NameSpace এ যান এবং {D6277990-4C6A- 11CF-8D87-00AA0060F5BF} এই Key টি ডিলিট করুন। এই Key টি উইন্ডোজ কে Scheduled Tasks করার Instruction দেয়।
আরও একটি উপায়
Start>Run>gpedit.msc তে যান। এবার administrative templates> network branch> QoS Packet Scheduler এ গিয়ে limit reservable bandwidth কে এনাবল করুন। এরপর “Bandwidth limit %”- এর মান ০ করে দিন। এটি counter what XP does(QoS) এর একটি অপশন, যা ডিজেবল করা থাকলেও এক্সপির জন্য ২০% Bandwidth ব্যবহার করে।
আশা করি টিপসটি কাজে লাগবে।
Does it really work?? !!!