আমার কাছে সার্ভিস প্যাক ৩ এর কোন সেট-আপ সিডি নেই। তাই প্রতিবার এক্সপি ইন্সটল করার পরে আলাদাভাবে সার্ভিস প্যাক ৩ ইন্সটল করতে হয়। কিন্তু নিচের পদ্ধতি অনুসরণ করে সহজেই সার্ভিস প্যাক ৩ এর জন্য বুটেবল সিডি বানানো যেতে পারে।
প্রথমে মাইক্রোসফটের সাইট থেকে সার্ভিস প্যাক ৩ (http://www.download.windowsupdate.com/msdownload/update/software/svpk/2008/02/windowsxp-kb936929-sp3-x86-enu_9afedbd6b2941bf568c27046d6688e6ccb5ce018.exe) এর ফাইলটি ডাউনলোড করে নিন।
nLite(http://www.nliteos.com/download.html) সফটওয়ারটি ডাউনলোড করে ইন্সটল করে নিন। এরপর আপনার সিডিরমে এক্সপি এর সার্ভিস প্যাক ২ সিডিটি ঢুকান।
এখন nLite সফটওয়ারটি ওপেন করে Next এ ক্লিক করলে Locating the Windows installation পেজটি আসবে। এবার ব্রাউজ করে সিডিরমের ডিস্কের পাথটি দেখিয়ে দিন।
এবার Next করলে একটি মেসেজ আসবে, ok করুন।
এখন Next করলে nLite আপনার সিডির ফাইল গুলোকে কপি করতে চাইবে। যেকোন ড্রাইভে একটি ফোল্ডার তৈরী করে তার পাথটি দেখিয়ে দিন। Next> Next করলে Task Selection page আসবে। এই পেজ থেকে Service Pack এবং Bootable ISO অপশন দুটি সিলেক্ট করে Next করুন। এখন আপনাকে আপনার সার্ভিস প্যাক ৩ এর এক্সকিউটেবল ফাইলটি দেখিয়ে (পাথ/রাস্তা) দিতে হবে। Next করলে nLite সার্ভিস প্যাক ৩ কে উইন্ডোজের সাথে ইন্টিগ্রেট করবে। এবার ok করে Next করুন।
কাজ প্রায় শেষ। এখন আমাদের একটি বুটেবল সিডি তৈরী করার জন্য একটি ইমেজ তৈরী করতে হবে। এখানে Mode হিসেবে দিন Create Image, লেবেল হিসেবে যেকোন একটি নাম দিন। এবার Make ISO তে ক্লিক করুন। ISO তৈরী হয়ে গেলে সিডিতে রাইট করে নিন। ব্যস কাজ শেষ।