বেশকিছু দিন আগে বাসায় বলেছিলাম, কিন্তু কোন সাড়াশব্দ পাইনি। হঠাৎ করেই গত বৃহঃস্পতিবার বিকেলে(১৯-১১-২০০৯) গ্রিন সিগন্যাল পেয়ে গেলাম। ক্যাম্পাস
ছুটি হয়েছে ঐদিনই। মেসের একবড় ভাইয়ের বাসায় আমাদের কয়েকজনের যাওয়ার কথা ছিল। কিন্তু প্ল্যান ক্যানসেল করে আমার ডেস্কটপ প্যাক করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম পরের দিন বিকেলে (শুক্রবার)।
কারণ টিকেট সমস্যা। যাই হোক, বাসায় পোঁছালাম সন্ধ্যায়। আগেই ঢাকার টিকেট করে রাখা হয়েছিল, তাই টাকা নিয়েই সেই রাতেই ঢাকার দিকে রওনা। উদ্দেশ্য
মেলা থেকে ল্যাপটপ কেনার। তবে সেই রাতে একটু বেশিই ঠান্ডা পড়েছিল মনে হয়। শীতের কাপড় নেইনি, ঠান্ডায় ঠকঠক করে কাঁপছিলাম।
ভোরে ঢাকায় পৌঁছে হানিফের কাউন্টারে অপেক্ষা। সকাল হয়ে গেলে ভাইয়ের বাসার উদ্দেশ্য রওনা দিলাম। আগেই মেহেদী ভাইয়ের সাথে কথা হয়েছিল যে ১২ টায় উনি চীন-মৈত্রী (প্রাক্তন)
এ এসে পৌঁছাবেন। সময়মত আমি পৌছালাম, আরো দুই বন্ধুকে বলেছি আসতে। তারপর তাদের জন্যে অপেক্ষা। ওরা আসলে ভেতরে ঢুকে দেখতে লাগলাম। কিছুক্ষণ পরেই
মেহেদী ভাই চলে আসলেন। দেখছি তো দেখছিই। অনেক দেখাদেখি আর সিদ্ধান্তের পর Dell Inspiron 1545 কেই ফাইনাল করা হল।
কনফিগারেশনঃ
Intel(R) Core(TM)2 Duo CPU T6500 @ 2.10GHz
2GB 800MHz DDR2 SDRAM.
Intel® Cantiga GM45 Chipset
Intel® Integrated Graphics Media Accelerator 4500MHD
15.6″ 720p WXGA (1366×768) TrueLife Display Monitor
Intel High Definition Audio 2.0
250GB with a 5400 RPM SATA hard drive.
6-cell 2.2AHr Battery
Built-in 1.3MP webcam
Dell Wireless 365 Bluetooth® Internal (2.0) mini-card
Dell Wireless 1397 802.11g Mini-Card
দামঃ ৪৯,০০০/- হাজার টাকা মাত্র্ 😛
ফুল চার্জ থাকলে ৪ ঘন্টা ৫০ মিনিট ব্যাকআপ টাইম দেখাল
আপনার ল্যাপটপটা বেশ ভালো। আমার পছন্দ হয়েছে। এবার একটা দেয়ার অনেক ইচ্ছা। সামনেই আসছে কম্পিউটার মেলা। তাই ল্যাপটপ সার্চ করতে নেপে পড়েছি। 😀
৩ ফেব্রুয়ারী ২০১০ এই ল্যাপটপটাই এক ছোট ভাইয়ের জন্য কিনে দিলাম ৪৮০০০ টাকায়।
প্রসেসরটা একটু ভিন্ন Intel(R) Core(TM)2 Duo CPU T6600 @ 2.2GHz
আমার ও ল্যপটপ টা খুবই পছন্দ হয়েছে। আমি এটি কিনতে চাই। এটার বর্তমান মুল্য কত এবং এটি সার্ভিস কেমন দিচ্ছে তা দয়া করে জানাবেন। computer source, ryanscompouters এবং smart এর ওয়েব সাইট এ এর কোন বিবরণ পেলাম না। এ নিয়ে খুব দুশ্চিন্তায় আছি…………এটা এখন ও মার্কেটে আছে কি না………।