প্রথমবারের মত হ্যাকাথন জাতীয় কিছুতে অংশগ্রহন করলাম। ঘুম ছাড়া টানা প্রায় ২ দিন কোডিং, উফফ…। পুরা স্ক্র্যাচ থেকে একটা চলার মত সিস্টেম ৩৬ ঘন্টার মধ্যে তৈরীর অভিজ্ঞতা বেশ ভালই ছিল। বেশ ভালই উপভোগ করলাম, কিন্তু টিমমেটদের সহযোগিতা পেলে আরও ভাল একটা সময় কাটতো এবং আরও বিশাল কিছু বানানো সম্ভব হত।
হ্যাকাথনে কিছু সামাজিক সমস্যাকে চিহ্নিত করা হয়েছিল এবং এবং আমরা হ্যাকারদের কাজ ছিল সেগুলার সমাধান করা। বিভিন্ন টিম বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করে। আমরা যেই প্রবলেমটায় হাত দিয়েছিলাম, আরও ২ টা টিমও সেইটা সলভ করার চেষ্টা করছিল। কিন্তু খারাপ লেগেছে ফাইনাল ৬ টা টিমকে যখন সিলেক্ট করা হল এবং সেখানে আমাদের করা প্রবলেমটারও একটা সলিউশন ছিল এবং সেটা ছিল বুয়েটের একটা টিম। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে আমরা চিন্তা করেছিলাম আমরা সব কোডাররা সেখানে আছি এবং আমরা সব ক্রিয়েটিভ সলিউশন নিয়ে আসব। কিন্তু সিলেক্ট হল এমন একটা টিমকে যারা এক্সিসটিং একটা CMS এর মাত্র বাংলা ট্রান্সলেট করে ব্যবহার করেছে, এমনকি ট্রান্সলেশন করতে যেয়েও যারা অন্য আরেকজনের হেল্প নিয়েছে। ট্রান্সলেশন ছাড়া অন্য কোন কাস্টমাইজেশনও করতে পারে নাই, এমনকি ডেমোতে সেই CMS টার URLও চেঞ্জ করে নাই :P। আর আমরা হুদাই ঘুম ছাড়া স্ক্র্যাচ থেকে একটা সিস্টেম দাড় করাইলাম। বাট এনিওয়ে, কনগ্রাটস টু দেম।
যদিও আমার মনে হয় সার্ভের জন্যে বানানো একটা অ্যাপ এবং Kinect এর একটা অ্যাপ হ্যাকাথনের বহুত আগেই ডেভলপ করা ছিল, এখানে দেখানোর ফলে সেইটাও টপ ৬-এ ঢুকছে 😛
সবাই মজা পেয়েছে পাছায় ঢিল মারা সেই ফ্ল্যাশ গেমটায় 😛
আয়োজক কমিটি এত হ্যাকারদের অংশগ্রহন কল্পনা করতে পারে নাই। এইজন্যে কিছু অব্যবস্থাপনা ছিল। ইন্টারনেট অবস্থা তো পুরাই খারাপ ছিল প্রথমে, পরে কিছুটা ভাল পেয়েছিলাম আমরা, আবার অনেকেই ভুগেছিল ইন্টারনেট নিয়ে। একবার একটু দেরী করে খাবার নিতে গিয়েছিলাম বলে খাবার পাই নাই। বাইরের হোটেল থেকে খাবার আনতে হয়েছিল।
প্রথম রাতে সেই “বয় লুকিং গার্ল” এর কান ফাটানো কনসার্টে ভালই নাচানাচি করল অনেকে। যদিও ২য় দিনে বুফে ডিনারের সময় পাত্তা পায় নাই :D. চান্সে রুপসী বাংলা হোটেলে থাকা হল (হে হে), অনেকের সাথে দেখা হল।
যাইহোক, আশাকরি সব সলিউশন গুলা আসলেই সাফল্যের মুখ দেখবে এবং সাধারন মানুষের কাজে লাগবে, তাহলে এটাই হবে আসল সাফল্য।
Hi there! I just wanted to ask if you ever have any issues with hackers?
My last blog (wordpress) was hacked and I ended up losing several weeks of hard work due
to no backup. Do you have any methods to stop hackers?