লিনাক্সের অনেকগুলো ভার্শন আছে। যে গুলোকে বলা হয় ডিস্ট্রিবিউশন। যেমনঃ রেড হ্যাট লিনাক্স, ম্যান্ড্রিভা, ডেবিয়ান, সুসে ইত্যাদি। এ ধরনের একটি ডিস্ট্রিবিউশন হচ্ছে ঊবুন্টু। বর্তমানে এটির ৮.০৪ ভার্সন চলছে, যার নাম উবুন্টু হার্ডি হ্যারন। লিনাক্সের মাঝে উবুন্টুই হচ্ছে সবচেয়ে ব্যবহার বান্ধব ডিস্ট্রিবিউশন। উবুন্টুর আবার ৪ ধরনের ভার্সন আছে। যেমনঃ উবুন্টু, কুবুন্টু, এডুবুন্টু, এক্স-উবুন্টু।