লিনাক্স একটি শক্তিশালী ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। ওপেন সোর্স বলতে বোঝায়, এটার সোর্স কোড উন্মুক্ত। আপনিও এটার বিভিন্ন ফিচার পরিবর্তন করতে পারেন। ১৯৯১ সালের দিকে লিনাক্সের সাথে আমাদের পরিচিত করেন লিনাস টরভেল্টস নামে এক প্রোগ্রামার। লিনাক্স মূলত তৈরী হয়েছে ইউনিক্স কার্নেল থেকে আপনার পিসি তে হার্ডওয়্যারের পর পর-ই যে জিনিসটি আপনাকে পিসি চালাতে সাহায্য করে সেটাই হলো অপারেটিং সিসটেম। । কার্নেল হল একটি অপারেটিং সিস্টেমের প্রাণ। আপনি উইনডোজে যেই “Welcome Screen” দেখেন সেটার পিছনের কাজ কর্ম গুলো অনেক জটিল; আর, সেই জটিল কাজ কর্মগুলোর ভিত্তি হলো , কার্ণেল।